আকামার মেয়াদ থাকলে কুয়েতে ঢুকতে বাধা নেই
নিজ দেশে ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীরা আকামার মেয়াদ থাকলে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটিতে প্রবেশ করতে পারবে। মঙ্গলবার (১০ নভেম্বর) কুয়েতের স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিষিদ্ধ দেশের নাগরিকরা ৩৪ দেশ ব্যতীত অন্য কোনো দেশ হয়ে কুয়েত প্রবেশে কোনো বাধা নেই।
১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর সেই দেশ থেকে পিসিআর সনদ নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবে তারা। একই দৈনিকের অন্য সংস্করণে উল্লেখ করে, গত ১০০ দিনে এক লাখ ৯২ হাজার প্রবাসী কুয়েতে প্রবেশ করেছে। তাদের মধ্যে বেশিরভাগই ওই নিষিদ্ধ দেশগুলোর নাগরিক যারা দুবাই ও ইস্তাম্বুলে ১৪ দিন থাকার পর কুয়েতে প্রবেশ করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- প্রতিবেদন
- মেয়াদ
- আকামা পরিবর্তন