পানিতে ডুবে মৃতদেহ উদ্ধার আর বহু মানুষের জীবন বাঁচান যে ডুবুরি

বিবিসি বাংলা (ইংল্যান্ড) হায়দরাবাদ প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ০৮:৩৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরের একটি লেকে ডুবে মারা যাওয়া লোকজনের লাশ উদ্ধার করার কাজে পুলিশ বাহিনীকে সহায়তা করেন শিভা। এই কাজটি তিনি করছেন বহু বছর ধরে। এর মধ্যে ওই লেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করার হাত থেকেও তিনি শতাধিক মানুষের জীবন বাঁচিয়েছেন। অপেশাদার এই ডুবুরির সঙ্গে কথা বলে সেসব গল্পের কথা লিখেছেন বিবিসির তেলেগু বিভাগের বাল্লা সতীশ।

শিভা। এই একটাই নাম তার।

তিনি বলেন, তার বয়স যখন মাত্র ১০ বছর তখন হায়দ্রাবাদ শহরে একবার পুলিশের একটি বাহিনীর সঙ্গে তার দেখা হয়েছিল। পাশের একটি পুকুরে কেউ একজন ডুবে যাওয়ার পর তাকে উদ্ধারের চেষ্টা করছিল তারা।

পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে পুকুর থেকে কেউ ওই লোকটির মৃতদেহ তুলে দিতে পারলে তাকে কিছু অর্থ দেওয়া হবে।

ভারতীয় পুলিশের অর্থবলের অভাব রয়েছে। একই সঙ্গে অভাব রয়েছে উন্নত প্রশিক্ষণেরও। তাদের অনেকেই সাঁতার কাটতে জানে না। আবার পেশাদার একজন ডুবুরি ভাড়া করার জন্য পর্যাপ্ত অর্থও তাদের নেই।

একারণে তারা ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে অপেশাদার ডুবুরিদের ওপর নির্ভর করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও