ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র শহর
মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় শত্রু ইসরায়েলকে নিশানায় রেখে মাটির নিচে বিশাল এক ‘ক্ষেপণাস্ত্র শহর’ গড়ে তুলেছে ইরান। সম্প্রতি দেশটি এই গোপন ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি প্রকাশ করে। বলা হচ্ছে, এই মিসাইলগুলো ইসরায়েলকে নির্দিষ্টভাবে সঠিক লক্ষ্যে হামলা করতে সক্ষম। আর তাই ইসরায়েল ও আমেরিকার চোখ থেকে বাঁচাতে এই বিশাল ‘ক্ষেপণাস্ত্র শহর’ মাটির নীচে স্থাপন করা হয়েছে।
ফোর্বস ডটকমের একটি রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। দাবি করা হয়েছে, এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই ইরান জানিয়েছিল তারা আবারও ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ক্ষেপণাস্ত্র
- নিশানা
- মাটির নিচে