![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2016/01/17/ba6eaae46fa1806aeeec05e43d3c78a8-Rape-.jpg?jadewits_media_id=56237)
কিন্ডারগার্টেনের শিক্ষিকা ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরের একরামপুর এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্ডারগার্টেনের এক শিক্ষিকাকে (২৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ সোমবার (৯ নভেম্বর) রাতে অভিযুক্ত সবুজ দেবনাথকে (৩৩) বন্দরের একরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। তিনি বন্দরের ফায়ার সার্ভিস গলির স্বপন দেবনাথের ছেলে।
এ বিষয়ে ধর্ষণের শিকার শিক্ষিকা বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বন্দর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামিকে এ দিন দুপুরে আদালতে পাঠানো হয়েছে।