![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/11/10/145525malaika-22-jpg_710x400xt.jpg)
আবেগতাড়িত মালাইকা
মালাইকা অরোরা এবং তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ছেলে আরহান খান। আজ ১৮ বছরে পা রাখলেন আরহান। ছেলের জন্মদিন উপলক্ষে বলিউড ডিভা নিজের, আরহান, আরবাজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশন তিনি লিখেছেন, ‘আমাদের বাচ্চা ছেলে ১৮ বছর বয়সে পরিণত হয়েছে।’]
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও মালাইকা যে ছেলের সঙ্গে বাবার যোগসূত্রকে ঠিক আগের মতো করেই আগলে রেখেছেন তা স্পষ্ট করে দেন বলিউড অভিনেত্রী।