কুড়িগ্রামের পাঁচটি গ্রাম যেন ‘অভ্যন্তরীণ ছিটমহল’
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের পাঁচটি গ্রামের অবস্থান পাশের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভেতর। ফলে সরকারি সুবিধা বঞ্চিত হওয়ার ছাড়াও নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এর গ্রামবাসীদের।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এসব গ্রামের কয়েক হাজার মানুষের ঠিকানা ভোগডাঙ্গা ইউনিয়নের পাঁচটি গ্রাম-কৈকুড়ি, বড়ভিটা, মরাদিগদারী, টেংনার ভিটা ও দিগদারী। নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কেন্দ্রের কাছাকাছি বাস করলেও এসব গ্রামের মানুষদের ইউনিয়ন কিংবা উপজেলার কোনো কাজের জন্য যেতে হয় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ছিটমহল
- অভ্যন্তরীণ বিষয়