এএসপি শিপনের মৃত্যু : অনুমোদন ছিল না হাসপাতালটির
রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে হত্যা বলছে পুলিশ। পুলিশ জানিয়েছে, হাসপাতালটি অনুমােদন ছাড়াই প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে চিকিৎসার নামে অবৈধ অর্থ অর্জন করে আসছিল আসামিরা।
এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) গ্রেফতার ১০ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক মোল্লা। রিমান্ড আবেদনে এমনটাই উল্লেখ্য করেছেন তদন্তকারী কর্মকর্তা।