You have reached your daily news limit

Please log in to continue


মা হলেন, কৃষি পুরস্কারও পেলেন আদরী মার্ডি

৯ বছর আগের কথা। নিমঘুটু গ্রামে বাড়ির বাইরে এক সাঁওতাল দম্পতির মধ্যে ঝগড়া হচ্ছে। তা দেখে এক পথচারী থামলেন। ভাষা না জানায় কিছুই বুঝতে পারলেন না। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই দম্পতি নিঃসন্তান। স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয়নি—এমনটা ভেবে তাঁকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন স্বামী। দুজনই দিনমজুর, চিকিৎসা করাবেন, সে টাকাও নেই। এই নিয়ে বিবাদ।পরের কাহিনি রূপকথার মতো। সেই পথচারী গোদাগাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার তাঁদের একটা কাজের খোঁজ দেন। সেই কাজ তাঁদের ভাগ্য বদলে দেয়। যে নারীকে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, ছয় বছরের মাথায় তিনি পান ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন