You have reached your daily news limit

Please log in to continue


আজানের সময় সবাই কান পেতে শুনছে, তা দেখে তৃপ্ত স্বস্তিকা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি কমবেশি সবার কাছেই পরিচিত। কখনো মডার্ণ নারী, কখনো গৃহবধু, কখনো সমাজকর্মী, কখানো বা প্রতিবাদী নারী হিসেবে অভিনয়ে নিজেকে উপস্থাপন করে আসছেন এই অভিনেত্রী। এখন তিনি কাজ করছেন ওয়েব সিরিজ। একটা বিষয়ে অনেক দিন পরে মন থেকে খুশির কথা জানালেন তিনি। টুইট করে জানিয়েওছেন সে কথা, ‘মনটা ভাল হয়ে গেল'। সাধারণ মানুষ যখন ভয়ে জড়োসড়ো করোনায়, তিনি খুঁজে পেলেন একটু ভাল থাকা। কী সেটি? ‘আজান হচ্ছে। সবাই কাজ থামিয়ে কান পেতেছে তাতে। শ্যুটিং স্পটে’, তাই দেখে তৃপ্ত স্বস্তিকা। উপলব্ধি করলেন, ‘আবার যেন শিকড়ের টানে ফিরছে সবাই। আবার ফিরছে পরধর্মসহিষ্ণুতা'।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন