ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। গত রবিবার সকালে অবৈধ প্রবেশের দায়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বিলাস শংকর দেশমুখ, বাসন্ত শমভাজি মুহিত ও জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাষ্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা। সোমবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনির সামনে তিনজন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা জানান, তারা ভারতীয় নাগরিক। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.