কবিরাজের কাছে এসে তরুণী ধর্ষণের শিকার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কথিত কবিরাজের কাছে এসে এক তরুণী (২৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় গতকাল রোববার রাতে ওই কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মকবুল হোসেন (৫৫)। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার কানুরামপুর বাসস্ট্যান্ড এলাকায়।
মামলা ও পুলিশ সূত্র জানায়, পাঁচ বছর আগে ওই তরুণীর প্রথম স্বামী মারা যান। পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য সম্পর্ক ভালো যাচ্ছিল না। বিষয়টি নিয়ে তিনি তাঁর এক বান্ধবীর সঙ্গে কথা বলেন। সেই বান্ধবী তাঁকে স্বামীর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের জন্য কবিরাজ মকবুল হোসেনের সন্ধান দেন। পরে তিনি ওই কবিরাজের কাছে গিয়ে ফাঁদে পড়ে ধর্ষণের শিকার হয়েছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে