সখিপুরে শিয়ালের কামড়ে একই গ্রামের বৃদ্ধসহ আহত ৭
টাঙ্গাইলের সখিপুরে পাগলা শিয়ালের কামড়ে বৃদ্ধসহ একই গ্রামের সাতজন আহত হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সকালের দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হচ্ছেন-দক্ষিণ কচুয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন (৮০), মৃত বাহাদুর মিয়ার ছেলে শামসুল হক (৭০),
লতিফ মিয়ার ছেলে আবদুল বাছেদ (৭০), মহসিন মাস্টারের স্ত্রী আছিয়া বেগম (৬৫) তার মেয়ে শান্তনা আক্তার (৪০), জাফর আহমেদের মেয়ে হাওয়া বেগম (৪৫) এবং জোয়াহের আলীর ছেলে শাহজালাল (৪৫)। এদের মধ্যে বৃদ্ধ মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে গুরুতর আহত অবস্তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আহত ৭
- শিয়াল মারার ফাঁদ