বাস্তবতা স্বীকার করে নিতে বাংলাদেশ-ভারত যৌথ বিবৃতি
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ০৮:০০
(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ১৯৭২ সালে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ওই বছরের ৯ নভেম্বরের ঘটনা।)ভারত-বাংলাদেশ কর্মকর্তা পর্যায়ের বৈঠক শেষে সংবাদপত্রে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ এই মর্মে সম্পূর্ণ একমত যে উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিক করা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রাথমিক পদক্ষেপ হবে উপমহাদেশের বর্তমান বাস্তবতাকে স্বীকার করে নেওয়া।
বিবৃতিতে বিপুল সংখ্যক বাঙালিকে রাজনৈতিক জিম্মি হিসেবে পাকিস্তানে আটক করে রাখার নিন্দা করা হয় এবং বলা হয়, পাকিস্তানের যুদ্ধবন্দিদের সঙ্গে নিরপরাধ বাঙালিদের এক করে দেখার কোনও যুক্তি থাকতে পারে না। আলোচনায় বাংলাদেশের কর্মকর্তা দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব এনায়েত করিম।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
যুগান্তর
| গাজা
১০ মাস আগে