ব্যাচেলর পয়েন্ট-এ এবার যে কারণে নেই নেহাল ও আরেফিন
এই সময়ে দেশীয় মিডিয়ায়, বিনোদন মাধ্যমে যে ক'টি নাট্যসিরিজ দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম 'ব্যাচেলর পয়েন্ট।' ভক্তদের মুখে মুখে মারজুক রাসেলের 'এ এ এ এ এহ...'
সময়ের দর্শকপ্রিয় নাট্য সিরিজ 'ব্যাচেলর পয়েন্ট'। নাটকটির শুরু থেকেই সিজন ১ ও ২ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরেফিন অমি। এই সিরিজে কাবিলা, নেহাল, শুভ, আরেফিন আর হাবু ভাই নামের চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের কাছে যেন জীবন্ত হয়ে উঠেছে। নাটকটির কোনও কোনও পর্ব ধ্রুব টিভিতে প্রচারের একদিনের মধ্যেই মিলিয়ন ভিউ হয়েছে।
ব্যাচেলর পয়েন্ট সিজন ১ ও ২-এর ব্যাপক সাফল্যের পর এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন প্রচার হচ্ছে। ইতোমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন থ্রি’ ১০ পর্ব প্রচার হয়ে গেছে। সিজন থ্রি দর্শকদের মাঝে সাড়া ফেললেও কয়েকটি কারণে দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা অমির সমালোচনাও করছেন।
- ট্যাগ:
- বিনোদন
- নাটক
- দর্শক
- নাটক নির্মাণ
- কাজল আরেফিন অমি