You have reached your daily news limit

Please log in to continue


মা-শাশুড়িকে দুপাশে নিয়ে কাজল যে বার্তা দিলেন

একদিকে মা তনুজা, আরেকদিকে শাশুড়ি বীণা দেবগন, মাঝে হাসিমুখে দাঁড়িয়ে আছেন কাজল। সোশাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে দুজনকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের হিন্দি সিনেমার এই অভিনেত্রী।

ইনস্টাগ্রামে বাবা ও ও শ্বশুরেরও ছবিও কাজল পোস্ট করেছেন। রোববার জাতীয় অভিভাবক দিবসে কাজল এসব ছবি দিয়েছেন বলে লিখেছে সংবাদ প্রতিদিন।

ইনস্টাগ্রামে কাজল লেখেন, “তোমরা যা করেছ আমার জন্য সেক্ষেত্রে শুধু অভিভাবক দিবস খুবই ক্ষুদ্র একটি বিষয়। কিন্তু বিশেষ দিন বলে কথা। এই পোস্টটি করতেই হত। ধন্যবাদ তোমাদের চারজনকেই।”

কিছুদিন আগে কাজলের ‘মা’ সিনেমা মুক্তি পেয়েছে। ইব্রাহিম আলি খানের ‘সরজমিন’ সিনেমাতেও দেখা গিয়েছে কাজলকে। প্রভুদেবা, নাসিরুদ্দিন শাহের সঙ্গে এবার ‘মহারাগ্নী: কুইন অব কুইনস’ সিনেমা করতে চলেছেন কাজল।

১৯৯২ সালে বাবা সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়ে কাজলের বলিউডে আত্মপ্রকাশ।

এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। ১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট। তার ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন