স্বপ্ন নিয়ের পাঠক থেকে লেখক হলাম যেভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ১০:৩০
প্রথম আলো পড়ার অভ্যাস তৈরি হয়েছে মোটামুটি স্কুলজীবন থেকে। আব্বু অফিস থেকে পত্রিকা নিয়ে আসত দুপুরবেলায়। আর আসামাত্রই পত্রিকাটা আমার আর আম্মুর মধ্যে ভাগাভাগি হয়ে যেত। খেলার পাতা, পড়াশোনার পাতা, ফান ম্যাগাজিন, স্বপ্ন নিয়ে—এগুলো চলে যেত আমার দখলে। আর আম্মু নিত বিনোদন, নকশা, অধুনা—এই পাতাগুলো। তাই স্বপ্ন নিয়ের শুরু থেকেই আমি এর পাঠক ছিলাম।
আমার নানু আরেকটা কাজ করত। পড়াশোনার পাতা আর স্বপ্ন নিয়েতে ছাপা হওয়া পড়াশোনার নানা পরামর্শ কেটে কেটে আমাকে পাঠাত। প্রতি ৫-৬ মাসেই একবার এভাবে পত্রিকার কাটিং চলে আসত আমাদের বাসায়। এখন খুঁজলেও এই পেপার কাটিংগুলো পাওয়া যাবে। এ সময়ের বাচ্চাকাচ্চারা এই গল্পের সঙ্গে সম্ভবত নিজেদের মেলাতে পারবে না। কিন্তু আমার সমবয়সী যারা আছে, তারা অনেকেই এটা করত বলে আমার মনে হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৩ মাস আগে
৪ বছর, ১ মাস আগে
৪ বছর, ৩ মাস আগে
৪ বছর, ৪ মাস আগে
৪ বছর, ৫ মাস আগে
৪ বছর, ৫ মাস আগে
৪ বছর, ১০ মাস আগে
৪ বছর, ১২ মাস আগে