You have reached your daily news limit

Please log in to continue


নতুন দুই ৫জি ফোন আনছে শাওমি

রেডমি সিরিজে নতুন দুই ৫জি স্মার্টফোন আনছে শাওমি। এগুলো হলো-রেডমি নোট ৯ ৫জি এবং রেডমি নোট ৯ প্রো ৫জি। শাওমির পক্ষ থেকে ফোন দুইটির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে চীনের সার্টিফিকেশন ওয়েবসাইট টিইএনএএ লিস্টিংয়ে ফোন দুইটির একাধিক লুক এবং ফিচার্স ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, নতুন রেডমি ৫জি ফোন দুইটির মডেল নম্বর এম২০০৭১৭সি এবং এম২০০৭জে২২সি। রেডমি নোট ৯ ৫জি স্মার্টফোনে থাকছে ৬.৫৬ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের উপরের বাঁ দিকে পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে। এর স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। নতুন এই ডিভাইসে থাকছে ৪৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। থ্রি সি সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে যে, এই ব্যাটারি ২২ ওয়াটের ফাস্ট চার্জিং দিতে সক্ষম। ফোনটি চলবে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন