![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_2%2Fpublic%2Ffeature%2Fimages%2Fexpat_7nov20.jpg%3Fitok%3DwOYPe__6)
উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথমবারের মতো খুললো বাংলাদেশের শ্রম বাজার। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ২৩৯ জন শ্রমিক নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।