কারওয়া চৌথের দিনটিতে সনাতন ধর্মাবলম্বী নারীরা উপস রেখে সৃষ্টিকর্তার কাছে স্বামীর সুস্থতা, সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। গত ৪ নভেম্বর ছিলো কারওয়া চৌথ। এবারের কারওয়া চৌথ উৎসবটি একটু ভিন্ন ছিলো বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য। একইসঙ্গে আনন্দেরও। কেননা ১৩ বছরের দাম্পত্য জীবনে এবারই প্রথম স্ত্রীর জন্য উপস রেখেছিলেন অভিষেক বচ্চন। সম্প্রতি নেটফ্লিক্সের জন্য নির্মিত ড্রামা ‘লুডু’র প্রচারণায় অংশ নিয়ে এমনটা নিজে জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।
এ প্রসঙ্গে অভিষেকের ভাষ্য, “আমরা দু’জনই সারাদিন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। পরে সন্ধ্যায় আমাদের বাড়ির সকল নারীরা মিলে পূজা করেন। এরপর উপস ভাঙার জন্য চাঁদের অপেক্ষা করতে থাকে তারা।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.