ট্রাক-সিএনজি-মাইক্রোর সংঘর্ষে তিনজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে চারজন। আজ শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার সৈয়দাবাদে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।