আউটসোর্সিংয়ে প্রতিষ্ঠিত চিরিরবন্দরের বেলাল
বাংলাদেশের যে তরুণেরা দেশে বসেই আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করেন, দিনাজপুরের চিরিরবন্দরে বেলাল সরকার তাদের একজন। তবে অন্যদের সঙ্গে তার পার্থক্য হলো রাজধানী কিংবা জেলা শহরে নয়, তিনি গ্রামে থেকে আউটসোর্সিংয়ের কাজ করেন। এছাড়া তিনি একা স্বাবলম্বী হননি, কাজের ব্যবস্থা করেছেন নিজের এলাকার তরুণ-তরুণীদের।
চিরিরবন্দরে বসে আউটসের্সিংয়ের কাজ করে সাফল্য ও ব্যাপক সুনাম অর্জন করেছেন বেলাল। স্থানীয়ভাবে তিনি ইন্টারনেট বেলাল নামে পরিচিত। উপজেলা শহরের শেষ মাথায় শিমুলতলী রেলগেট এলাকার প্রবেশমুখে ঢুকলেই চোখে পড়বে তার পাঁচতলা বাড়িটি। বেলালের প্রতিষ্ঠানের নাম ক্লিপিং বিডি। এতে কাজ করেন ৫০ জন। শুধু রেলগেট এলাকাই নয়, পুরো উপজেলায় এমনকি আশপাশের এলাকায়ও বেলাল এখন পরিচিত মুখ।