ঘটনাটা গত মাসের। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি আনহেল দি মারিয়া। পিএসজি উইঙ্গার কেন জায়গা পেলেন না, সেটির কোনো কারণ দেখাতে পারেননি কেউই। দি মারিয়া ব্যাপারটিতে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। দু-এক কথা শুনিয়ে দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনিকে।