ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : এনামুল হক শামীম
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতি নৌকার বিজয়ের মাধ্যমে স্বাধীনতা এনেছে। নৌকার বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা সরকারে এসে জাতিকে দিয়েছে অভাবনীয় উন্নয়ন। যে বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলা হতো, সেই বাংলাদেশ এখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে অনন্য মর্যাদায় আসীন।
তিনি বলেন, দেশের জন্য গৌরবময় এ অবস্থান আওয়ামী লীগই এনেছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বরিশাল বিভাগসহ দেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। বরিশাল শহর আরও আধুনিক করতে ও নদী ভাঙনের হাত থেকে রক্ষায় বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া নানা মেগা প্রকল্প হাতে নেয়া হয়ে হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র জনগণের মাঝে তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে এক হয়ে কাজ করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.