![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/11/05/image-190144.jpg)
ইলিশ ধরতে সাগরপানে ছুটছেন জেলেরা
ইলিশ মাছ ধরতে ২২ দিনের নিষেধাজ্ঞায় অলস সময় কেটেছে জেলেদের। তিন সপ্তাহের নিষেধাজ্ঞা শেষ হয় গতকাল মধ্যরাতে। ফলে স্বস্তি ফিরে আসা উপকূলীয় জেলাগুলোর জেলেরা পুরোদমে ইলিশ আহরণে সাগরপানে ছুটে গেছেন। শত-শত নৌকায় হাজার-হাজার জেলে ছুটছেন নদী-সাগরে।
এতে কয়েকদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার, জেলেদের মুখে ফুটছে হাসি।