ভয়াবহ দুর্ঘটনা! স্টেশন ভেঙে ছিটকে বেরিয়ে এলো ট্রেন

ডেইলি বাংলাদেশ নেদারল্যান্ডস প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২০, ২১:০০

নেদারল্যান্ডসে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। প্রচণ্ড গতিতে স্টেশনের ওয়াল ভেঙে বাইরে বেরিয়ে আসে ট্রেনটি। তবে সেখানে থাকা একটি তিমির ভাস্কর্যের লেজে বগি আটকে ওপর থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় সেটি।
মঙ্গলবার নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে এই দুর্ঘটনা ঘটে বলে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মেট্রোরেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তাই শেষ স্টেশনে এসেও ট্রেনটি থামেনি। একপর্যায়ে স্টেশনের পাঁচিল ভেঙে বাইরে বেরিয়ে আসে। এতে অনেক ক্ষতিও হতে পারতো। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনটি বাঁচিয়ে দিয়েছে একটি তিমির লেজের ভাস্কর্য। আশ্চর্যজনকভাবে ট্রেনের সামনের দিকের বগিটি এই লেজে আটকে যায়। ফলে নিচে পড়া থেকে রক্ষা পায় মেট্রোরেলটি।

কর্তৃপক্ষ জানায়, ২০ বছর আগে মেট্রোরেলটির কাছে একটি পার্কে ওই তিমি মাছের ভাস্কর্যটি বানানো হয়। দুটি বড় তিমির মাছের দৈত্যাকার লেজ এই ভাস্কর্যের বৈশিষ্ট্য। এর একটি লেজ ট্রেনটিকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে।

এ ঘটনায় ট্রেনের চালক প্রাণে বেঁচে গেছেন। জানা গেছে, ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। কেবল ওই চালকই ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও