You have reached your daily news limit

Please log in to continue


৯৯৯-এ গৃহকর্মী নির্যাতনের খবর, উদ্ধার করল পুলিশ

রাজধানীর গুলশান নর্দা মোড়লবাড়ি এলাকা থেকে গুরুতর জখম অবস্থায় এক শিশু গৃহকর্মীকে (৮) উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রত্যক্ষদর্শী এক নারী ৯৯৯ এ ফোন করার পর ওই শিশু গৃহকর্মীকে উদ্ধারসহ গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে গ্রেফতার করে গুলশান থানার পুলিশ। গুলশান থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান থানা পুলিশ জানায়, সোমবার রাতে রাষ্ট্রীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে কেউ একজন শিশু গৃহকর্মী নির্যাতনের খবর দেন। রাতেই পুলিশ তাকে উদ্ধার করে। ওসি আবুল হাসান বলেন, ওই শিশুর বাসার গৃহকর্ত্রী সুরমা আক্তার, গৃহকর্তা মঈনুল হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন