![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F4048ab39-1a45-4c14-9fd9-0c24dd125475%252Fimage_121308_1591244675.jpg%3Frect%3D0%252C16%252C700%252C368%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
দেশ সেরা বাইমহাটি প্রাথমিক বিদ্যালয়
২০১৯ সালের জাতীয় শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে টাঙ্গাইল জেলার মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোববার এই তালিকা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ জেলা প্রশাসকসহ বিভিন্ন শ্রেণিতে সেরা হওয়াদের নামও চূড়ান্ত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুজন দায়িত্বশীল কর্মকর্তা এই তালিকাটি চূড়ান্ত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তাঁরা জানান সুবিধাজনক সময়ে সংশ্লিষ্টদের পদক দেওয়া হবে।