করোনার বিরুদ্ধে ‘হার্ড ইমিউনিটি’ মুম্বইয়ে? আভাস দিল সমীক্ষা
করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের মধ্যে প্রথম ‘হার্ড ইমিউনিটি’ কি গড়ে উঠতে চলেছে মুম্বইতেই? তেমন ইঙ্গিতই দিচ্ছেন টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর গবেষকরা। তাঁদের পূর্বাভাস, আগামী বছর জানুয়ারি মাসের মধ্যে করোনায় আক্রান্ত হবেন বাণিজ্য নগরীর বস্তি এলাকার ৮০ শতাংশ মানুষ। ওই সময়ের মধ্যেই এই অতিমারির গ্রাসে পড়বেন মুম্বইয়ের বস্তি এলাকার বাইরে থাকা ৫৫ শতাংশ মানুষও।
কেন সংক্রমণ কিছুটা বাড়তে পারে তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সমীক্ষায়। মনে করা হচ্ছে, নভেম্বর এবং আগামী জানুয়ারিতে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চালু হয়ে যাবে বাণিজ্য নগরীতে। সেই সঙ্গে লোকাল ট্রেনও চলতে শুরু করবে। ২০২১ -এর জানুয়ারিতে শহরের স্কুল-কলেজও খুলে যাবে বলে ধরে নেওয়া হচ্ছে। তবে এর ফলে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা বাড়বে না বলেই মনে করছেন গবেষকরা। তাঁদের মতে, পয়লা নভেম্বরের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা লাফিয়ে বা়ডলেও জানুয়ারিতে সেই সংখ্যাটা অনেক কমে যাবে। দৈনিক কত রোগী হাসপাতালে ভর্তি হতে পারেন এবং কত জনের মৃত্যু হতে পারে, তার একটা আনুমানিক সংখ্যাও তুলে ধরেছে টিআইএফআর। গবেষকদের মতে, নভেম্বরের শুরুতে দৈনিক ২ হাজার ৩০০ থেকে ৩ হাজার ২০০ রোগী হাসপাতালে ভর্তি হলেও ১ জানুয়ারিতে তা পৌঁছবে দৈনিক ২০০ থেকে ২ হাজারের মধ্যে। গবেষকদের মতে, নভেম্বরের শুরুতে দৈনিক ২০ থেকে ৩০ জনের মৃত্যু হলেও ১ জানুয়ারি তা পৌঁছতে পারে দৈনিক ৪ থেকে ২০ জনে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.