ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় তাদের নতুন অভিযান ‘খুব বেশি সময় না নিয়েই’ শেষ হবে বলে তিনি আশা করছেন।
তেল আবিবের ‘নির্দয় আচরণে’ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে লাখ লাখ মানুষকে যে ভোগান্তি পোহাতে হচ্ছে, তার অবসানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন আহ্বান শোনার পর রোববার নেতানিয়াহু এ কথা বলেছেন।
শুক্রবার তার নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনায় সায় দেয়; এ পরিকল্পনা নিয়ে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েলের সরকার।
কিন্তু জিম্মিদের মুক্ত করতে হামাসকে পরাজিত করা এবং ‘অভিযান শেষ করা’ ছাড়া হাতে আর কোনো বিকল্প নেই, রোববার নেতানিয়াহু এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিস্তিনি ভূখণ্ডটির সবচেয়ে জনবহুল কেন্দ্র গাজা সিটি রোববার রাতের দিকে ইসরায়েলের তুমুল বিমান হামলার মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।