সরকারি কোটি টাকার আগর বাগানে লেবু চাষ!
চায়ের দেশ মৌলভীবাজারের অন্যতম শিল্প আগর আতর। জেলার বড়লেখার সুজানগরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে আরও ৫০ থেকে ৬০টি আগর আতর কারখানা। তবে ৩শর মতো কারখানা থাকলেও বন বিভাগ বলছে ১৭৬টি কারখানা এখন পর্যন্ত নিবন্ধন নিয়েছে। এখান থেকে শত শত কোটি টাকার আগর আতর বিক্রি হয় বিভিন্ন দেশে।
৩শ বছর আগেও আগর আতরের অস্তিত্ব পাওয়া যায় বিভিন্ন ইতিহাসবিদের বইয়ের সূত্র ধরে। তবে বাণিজ্যিকভাবে আগর আতর উৎপাদন বা এর বিস্তার ঘটে ১৯৪০ সালের দিকে। সম্প্রতি মৌলভীবাজারের কয়েকটি আগর বাগান ঘুরে দেখা গেছে, আগর বাগানের মাঝে লাগানো হয়েছে অন্য গাছ। অনেক স্থানে আগর গাছের অস্তিত্বই নেই। আবার অনেক বাগানে আগর ধ্বংস করে করা হয়েছে লেবু চাষ।