বায়তুল মোকাররম এলাকায় হেফাজতকর্মীদের অবস্থান, যানচলাচল বন্ধ
হেফাজতে ইসলামসহ বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেওয়ায় পল্টন, গুলিস্তান, প্রেসক্লাব হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তাদের ঠেকাতে শান্তিনগর এলাকায় ব্যারিকেড দেওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই মিছিলকে কোনোভাবেই গুলশানে দূতাবাসের দিকে যেতে দেওয়া হবে না।
ফ্রান্সের একটি সাময়িকীতে হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলছে। বাংলাদেশেও ধর্মভিত্তিক সংগঠনগুলো প্রতিবাদ জানানোর পাশাপাশি ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.