ডেমোক্র্যাটদের এবারও কি আশাভঙ্গ হবে?
আগামী ৩ নভেম্বর ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কি জয়ী হয়ে আরও এক মেয়াদ হোয়াইট হাউসে থেকে যাবেন, নাকি জো বাইডেন আবারও ফিরে আসবেন? জো বাইডেন ফিরে আসবেন এ জন্য বলা হচ্ছে যে, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী স্লোগান হিসেবে 'আমেরিকা ফার্স্ট' নির্ধারণ করেছেন। এই স্লোগানের মধ্য দিয়ে তিনি সবকিছুতে আমেরিকা অগ্রাধিকার পাবার কথা বলতে চেয়েছেন। এটি তাঁর পূর্ববর্তী নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন'-এর সংস্করণ। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এই স্লোগানে ভোটারদের কাছে ভোট চেয়েছিলেন। ট্রাম্প তার নির্বাচনী স্লোগানের ব্যাখ্যায় জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা এবং প্রত্যেকটি দেশের যার যার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে। ট্রাম্প নিরাপত্তা ও সমৃদ্ধির বিষয়ে অধিক গুরুত্ব দিচ্ছেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলে প্রচার করছেন।