সন্ত্রাস রুখতে জোটের ডাক মোদীর
সরাসরি ফ্রান্স-কাণ্ডের উল্লেখ করেননি। নাম উচ্চারণ করেননি পাকিস্তানেরও। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে সারা বিশ্বকে সন্ত্রাসবাদ এবং তার মদতদাতাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার গুজরাতের কেবড়িয়ায় সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বেশ কিছু দিন ধরেই বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে ভাবে কিছু লোক সন্ত্রাসবাদী কার্যকলাপকে খোলাখুলি সমর্থন করছেন, তাতে তারা আজ সারা পৃথিবীর মাথাব্যথার কারণ। বর্তমান পরিস্থিতিতে দুনিয়ার সমস্ত দেশ, সব সরকারের জন্য সব থেকে বেশি জরুরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়া।”
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১২ মাস আগে
২ বছর আগে