You have reached your daily news limit

Please log in to continue


গার্মেন্টসের স্টাফ বাসের আড়ালে ডাকাতি!

বাসে করে ধামরাইয়ের এএকএইস ফ্যাক্টরির স্টাফদের আনা-নেয়া করতেন লালন সরকার ও আলমগীর। কিন্তু রাতের আঁধারে সুযোগ বুঝে ফাঁকে বাসে যাত্রী তুলে তাদের সর্বস্ব ছিনিয়ে নিতেন তারা। সাভারের ধামরাই ও ঘিওর এলাকা থেকে এদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। জব্দ করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত বাসটি। আদালতে দেয়া জবানবন্দিতে রাতে বাসে করে ডাকাতি করার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃতরা। মামলার তথ্য থেকে জানা যায়, গত ২৪ জুলাই মধ্যরাতে গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে একটি অফিস স্টাফ লেখা বাসে ওঠেন মাইদুল ইসলাম। বাসে ওঠার পরই বাসচালকসহ ৭-৮ জন লোক তার হাত,পা বেঁধে বাসের মধ্যে মারধর শুরু করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন