কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশ সদস্যকে মারধরের মামলায় শ্রমিক লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলো রূপসা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৪:৩৬

খুলনার খানজাহান আলী (র.) সেতুর টোলপ্লাজায় একজন পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় রূপসা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুল ইসলামের স্ত্রী ফাতেমা আক্তার ওরফে বিউটিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই ঘটনায় রূপসা থানায় দুটি মামলা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফাতেমা বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বহরে ৫০-৬০ জন নিয়ে খুলনা শহরে বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। খানজাহান আলী (র.) সেতুর টোল প্লাজার ৬নং লেন দিয়ে তাঁরা সিরিয়াল ভঙ্গ করে টোলের টাকা না দিয়ে পার হতে চাচ্ছিলেন। টোলপ্লাজায় সিরিয়াল ভেঙে আগে যাওয়ার চেষ্টা করতে গাড়ি থেকে নামেন ফাতেমা আক্তার, তাঁর দুই ভাইপো আহমদ আলী শেখ ও মোহাম্মদ আলী শেখ এবং মনি গাজী নামের এক যুবক। একপর্যায়ে ফাতেমা সেতুর নিরাপত্তারক্ষী রবিউলকে ধাক্কা দেন। অন্য একজন নিরাপত্তারক্ষী সেতুতে দায়িত্বরত পুলিশ সদস্যকে ডাকেন। পুলিশ সদস্য সাইদুর রহমান এগিয়ে গেলে তাঁর সঙ্গে ফাতেমা বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি সাইদুরকে ধাক্কা দেন ও মারধর করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও