কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আওয়ামী লীগ চায় জনগণ ভোটকেন্দ্রে না যাক: এসএম জাহাঙ্গীর

বাংলাদেশ প্রতিদিন উত্তরা প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ১৪:০১

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এসএম জাহাঙ্গীর অভিযোগ করে বলেছেন, আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থী চাচ্ছে না জনগণ ভোট কেন্দ্রে যাক। এজন্য তারা বিভিন্ন ধরণের সন্ত্রাস করছে, বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। আমরা যেখানে কর্মসূচি দিচ্ছি গত ২৪ অক্টোবর থেকে সেখানে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। অথচ প্রতিটি কর্মসূচি দেয়ার আগে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশের অনুমতি নিয়েই কর্মসূচি দেই। যেখানে আওয়ামী লীগ এরইমধ্যে কর্মসূচি করেছে-এমন স্থানে কর্মসূচি দিলেও সেখানেও তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে।

আজ শনিবার বেলা ১১টা থেকে ৭ নম্বর সেক্টরে চৌরাস্তা, রবীন্দ্র সরণি রোড, হাউজ বিল্ডিং, মাসকট প্লাজার সামনে দেওয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। হাজার হাজার নেতাকর্মী এস এম জাহাঙ্গীরের গণসংযোগে অংশ নেন। "খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই," "ভোট দিবেন কিসে, ধানের শীষে," "মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই" ইত্যাদি স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মুখরিত করে পুরো এলাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও