কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোহাম্মদপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

কালের কণ্ঠ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০, ০৯:৩১

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অবস্থিত ভাঙারির দোকানে পরিত্যক্ত বোতল থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ কর্মচারী ফারুকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় মারা যান তিনি।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফারুক নামের একজন মারা গেছেন। তাঁর শরীরের ৫৬ শতাংশ দগ্ধ ছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটি সূত্র জানায়, ফারুক এইচডিইউতে ভর্তি ছিলেন। তাঁর শরীরের ৫৬ শতাংশ বার্ন ছিল। ওই ঘটনায় আরো তিনজন চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থাও বেশি ভালো না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও