কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানকে কালো তালিকায় চায় ভারত, পুলওয়ামা মন্তব্যের ‘সাফাই’ ইমরানের মন্ত্রীর

আনন্দবাজার (ভারত) পাকিস্তান প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১৪:২১

পার্লামেন্টে বক্তৃতায় ইমরান খান সরকারের ‘সাফল্য’ ফাঁস করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বিড়ম্বনায় ফেললেন মন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী। পরিস্থিতির গুরুত্ব আঁচ করেই শুক্রবার ফাওয়াদ তাঁর পুলওয়ামা মন্তব্যের নয়া ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘‘পুলওয়ামায় গত বছরের ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হানার কথা আমি বলতে চাইনি। ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার হামলার (বালাকোটে) পরে পাক বিমানবাহিনীর সফল প্রত্যাঘাতকেই ইমরান সরকারের সাফল্য হিসেবে তুলে ধরতে চেয়েছি।’’

অন্যদিকে, বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ এ দিন জানান, পাক মন্ত্রী সরাসরি পুলওয়ামা সন্ত্রাসে মদতের কথা স্বীকার করে নিয়েছেন। এই পরিস্থিতিতে নয়াদিল্লির তরফে আন্তর্জাতিক সন্ত্রাস-বিরোধী আর্থিক নজরদারি সংস্থা ‘ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স’ (এফএটিএফ)-এর কাছে পাকিস্তানকে কালো তালিকাভুক্ত করার দাবি জানানো হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও