পাহাড়ে বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন চাষ
বেটা কেরোটিন ও ভিটামিন সি’ সমৃদ্ধ ক্যাকটাস জাতীয় সুস্বাদু ও উচ্চ ফলনশীল ফসল ড্রাগন চাষে বেশ সফলতা পেয়েছে মানিকছড়ির এনজি এগ্রো ফার্ম। কলেজ প্রভাষক থেকে ড্রাগন চাষে নিজেকে আত্মনিয়োগ করা উদ্যোক্তার ধারাবাহিক সফলতায় পাহাড়ে প্রতিনিয়ত ড্রাগন চাষে পুঁজি বিনিয়োগ নতুন নতুন উদ্যোক্তারা।
নিয়মিত এবং দীর্ঘস্থায়ী ফলনশীল এই ড্রাগন ফল বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘হালদা ভেলি’র স্বত্তাধিকারী নাদের খানের হাতধরে। এই উদ্যোক্তার দেখাদেখি এ অঞ্চলের পরতে পরতে এখন শোভা পাচ্ছে লাল-সবুজে নজরকাড়া ড্রাগন আর ড্রাগন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পাহাড়
- ড্রাগন
- বাণিজ্যিক চাষ