You have reached your daily news limit

Please log in to continue


টসে জিতলেন ধোনি, ব্যাট করতে নামছে কলকাতা

লিগের লাস্ট বয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের প্লে অফে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। তাই 'থালা' ধোনির কাছে দুবাইয়ের এই ম্যাচ নিজেদের সম্মান বাঁচানোর। সেখানে প্লে অফের দৌড়ে থাকতে গেলে আজ জিততেই হবে 'কিং' শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে। এমনিতে অনেক খোলা মনে খেলতে নামবে চেন্নাই। নতুন করে চাপ নেই ধোনির টিমের। কিন্তু নাইটদের মাথার উপর এখন পাহাড় প্রমাণ চাপ। আইপিএলের ৪৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের লাইভ স্কোরে নজর রাখুন। - ৩ ওভারে ২৩ রান করল কলকাতা। - ভালো শুরু কলকাতার। প্রথম ওভারে বিনা উইকেট পতনে ১৩ রান করলেন শুবমন গিল এবং নীতীশ রানা। - কেমন দল নামাচ্ছে চেন্নাই ও কলকাতা, দেখে নিন-
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন