মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামের আবুবক্কর শাহ নামের এক কৃষককে কুপিয়ে হত্যায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম আ. সালাম এই সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন গাংনী উপজেলার করমদি গ্রামের কৃষক আবুবক্কর শাহ মাঠে কৃষি কাজ করতে যাওয়ার সময় তাকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহাবুদ্দিন বাদি হয়ে গাংনী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, এনামুল হক, জাহিদুল ইসলাম, আব্দুল বারী, রমজান আলী, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম, আলতাফ হোসেন ও মিন্টু ইসলাম। আসামিদেরমধ্যে দুইজন মারা গেছেন এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলায় সরকার পক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্য ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো: কামরুল হাসান, অ্যাড. সুধির শর্মা ও অ্যাড. আব্দুস সামাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.