প্রবীণ আইনজীবী ফকির দেলওয়ার হোসেনের মৃত্যু
ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট ফকির দেলওয়ার হোসেন মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে (আইসিইউতে) থাকা অবস্থায় বুধবার বেলা ১টার দিকে ফকির দেলওয়ার হোসেনের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ফকির দেলওয়ার ছিলেন ঢাকা জেলার সরকারি কৌঁসুলি (জিপি) এবং সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। স্ত্রী, এক ছেলে এবং এক কন্যাকে রেখে গেছেন তিনি।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফকির দেলওয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার ঢাকার জেলা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য মহানগর হাকিম, মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত সহ সকল নিম্ন আদালতের কাজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখা হয়।