চায়ের নিমন্ত্রণে ডেকে নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মানবকণ্ঠের মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের কোষাধ্যক্ষে দীপ আজাদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। করোনার এমন দুর্যোগময় পরিস্থিতিতে মানবকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া আদায়ের কর্মসূচি থেকে তাদের ডেকে নেয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) আশিয়ান গ্রুপের মালিকানাধীন দৈনিক মানবকণ্ঠ কার্যালয়ের পাশেই আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালে নজরুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.