![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Faaa915da-3c8d-4691-a951-837d6e11f440%252Fmurali.jpg%3Frect%3D0%252C0%252C900%252C473%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F0f57d011-95c9-4c51-ae22-a9a2d3127591%252Fstamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মুরালির ‘৮০০’ সিনেমা নিয়ে এবার হত্যার হুমকি পেলেন এক পরিচালক
সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে এমন মানসিকতার কোনো প্রতিকার নেই? কোনো কিছুর সঙ্গে মত মিলল না অমনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হয় নানা রকম হুমকি। ধর্ষণ, জীবননাশের হুমকি এখন যেন ডাল-ভাত।
খেলাধুলার জগতে এমন নজির কম নেই। খেলোয়াড়দের কিংবা তাঁদের পরিবারের সদস্যদের তো কত কিছু করার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি কোনো খেলোয়াড়ের জীবনী নিয়ে সিনেমা করা হবে, সেই খেলোয়াড়কে পছন্দ কিংবা অপছন্দ হওয়ায় হুমকি পাচ্ছেন সিনেমা-সংশ্লিষ্টরা।
বোঝাই যাচ্ছে, কোন সিনেমার কথা বলা হচ্ছে—‘৮০০’। ক্রিকেটে এ সংখ্যাটা এক ভীষণ ‘পর্বত’। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারের মাইলফলক। ২০০৭ সালে ভারতের বিপক্ষে এই রেকর্ড গড়েন মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান কিংবদন্তির এই কীর্তি কেউ কখনো ভাঙতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।