জেমস বন্ডের গাড়িনির্মাণে আরও মালিকানা মার্সিডিজের
মার্সিডিজ বেনৎস গাড়ি তৈরির প্রতিষ্ঠান জার্মানির ডাইমলার জানিয়েছে তারা জেমস বন্ডের ব্যবহার করা গাড়ি তৈরির প্রতিষ্ঠান ব্রিটেনের অ্যাস্টন মার্টিনের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়াবে৷ ফলে আগামী তিন বছরের মধ্যে ব্রিটিশ ঐ গাড়িনির্মাতা প্রতিষ্ঠানে জার্মান গাড়িনির্মাতার অংশীদারিত্বের পরিমাণ সর্বোচ্চ ২০ শতাংশ হতে পারে৷ বর্তমানে এই মালিকানার পরিমাণ মাত্র ২.৬ শতাংশ৷
তবে অ্যাস্টন মার্টিনে মালিকানা ২০ শতাংশের চেয়ে বেশি বাড়ানোর কোনো পরিকল্পনা ডাইমলারের নেই বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়েছে৷
মার্সিডিজ বেনৎস ২০১৩ সালে প্রথমবারের মতো অ্যাস্টন মার্টিনকে প্রযুক্তিগত সহায়তা দেয়৷
নতুন চুক্তির কারণে মার্সিডিজ বেনৎসের পরবর্তী প্রজন্মের হাইব্রিড ও ইলেকট্রিক পাওয়ারট্রেনসহ অন্যান্য প্রযুক্তি নিয়ে কাজ করতে পারবে অ্যাস্টন মার্টিন৷