![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/10/28/og/163710122684881_1253795281653841_1723957305920233410_n.jpg)
ডালে ঝলসাল মাদরাসাছাত্রের শরীর, পালালেন শিক্ষকরা
কুমিল্লা তিতাস উপজেলা বড় গাজীপুর খালেকীয়া এতিমখানার এক ছাত্রের শরীরে গরম ডাল পড়ে শরীর ঝলসে গেছে। আহত মো. নাছির উদ্দিন ওই মাদরাসার নূরানী বিভাগের ছাত্র এবং উপজেলার রানী চরা গ্রামের আবুল খয়েরের ছেলে। এ ঘটনার পর থেকে মাদরাসার শিক্ষকরা পলাতক আছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গরম ডাল নাসিরের শরীরে পড়ে। এতে নাসিরের পেট-পিঠসহ বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। তবে ওই রাতে তার কোনো চিকিৎসা করায়নি শিক্ষকরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শিক্ষক
- পলাতক
- শরীর
- মাদ্রাসাছাত্র
- ঝলসে দেওয়া