স্যামসাং চেয়ারম্যান ই-গন হি’র শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
রোববার চেয়ারম্যানের মৃত্যুর পর ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ কার হাতে যাবে, সে বিষয়ে প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই। বুধবার সকালের অনুষ্ঠানে অংশ নিয়েছেন পরিবারের সদস্যরা। সংবাদমাধ্যমের জন্য বন্ধ রাখা হয়েছিলো অনুষ্ঠানটি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সকালে অনুষ্ঠান শেষে স্যামসাং মেডিক্যাল সেন্টার থেকে একটি বাসে চেপেছেন ই-গন হি’র ছেলে জেই ওয়াই লিসহ পরিবারের অন্য সদস্যরা। শেষকৃত্যানুষ্ঠানও হয়েছে স্যামসাং মেডিক্যাল সেন্টারে।
পরবর্তীতে সাদা ফুলের মালা দেওয়া শেষকৃত্যানুষ্ঠানের কালো একটি গাড়ি দেখা গেছে মেডিক্যাল সেন্টারে। ধারণা করা হচ্ছে এই গাড়িতেই লি’র মরদেহ বহন করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে