জয়ার অভিনয় জীবনের ৫ টার্নিং পয়েন্ট

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০, ১৩:৪৩

একজন বহুমাত্রিক অভিনয় শিল্পীর নাম জয়া আহসান। দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের মন জয় করেছেন তার অভিনয়ে দিয়ে। চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন এই শিল্পী।

জয়া আহসান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ডুব সাঁতার, ব্যাচেলর, গেরিলা, চোরাবালি, জিরো ডিগ্রী, সিটি অব জয়, রাজ কাহিনী, বিসর্জন, রবিবার, কণ্ঠ, দেবী, বিজয়া, বিনি সুতোয় ইত্যাদি। তার অভিনয় জীবনের পাঁচটি টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে।

তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের প্রথম টার্নিং পয়েন্ট, টেলিভিশন থেকে চলচ্চিত্রে আসার সিদ্ধান্ত। চলচ্চিত্রে আসার পর আর টেলিভিশন নাটকে ফিরিনি। দ্বিতীয় টার্নিং পয়েন্ট, কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে যাওয়া এবং সেই সময়গুলো। এটা ২০১৩ সালের দিকে। সেখানে ‘আবর্ত’ নামে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও