![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fa47709f4-ea79-4e57-a055-c7fff0807b55%252FUntitled_2.jpg%3Fw%3D700%26auto%3Dformat%252Ccompress)
৪২ লাখ টাকার বিদেশি মুদ্রা পকেটে নিয়ে দুবাই যেতে চেয়েছিলেন তিনি
চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের এক যাত্রীর পকেটে ৪২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার আগে বিদেশি মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন এই তথ্য জানিয়েছেন।
আটক যাত্রীর নাম রাকিবুল ইসলাম। তাঁর বাড়ি নারায়ণগঞ্জে বলে জানা গেছে।