দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মাঠে খড়ের ছাউনির তৈরি গোলঘরটি একসময় কবি-সাহিত্যিক-শিল্পীদের আড্ডায় মুখর থাকত। এটির পাশ দিয়ে গেলে কখনো শোনা যেত আবৃত্তি। কখনো কানে ভেসে আসত একতারা, দোতারার টুংটাং। কিন্তু করোনায় গোলঘরের সেই আড্ডা আর নেই, নেই দোতারার টুংটাং। কয়েক দিন আগের বৃষ্টিতে মুখ থুবড়ে পড়েছে ঘরটিও।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গোলঘরটিতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো আড্ডা জমত। হয়তো সকালে আবৃত্তি হলে, বিকেলে পাঠচক্র। তবে সপ্তাহে এক দিন শুক্রবার নিয়মিত বসত গানের আসর। কিন্তু করোনায় গোলঘরের সব ধরনের আড্ডা বন্ধ হয়ে যায়। এর মধ্যে কয়েক দিন আগের বৃষ্টিতে ধসে পড়ে ঘরের ছাউনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.